প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। আগামী ৩০ নভেম্বর মাঠে গড়াবে ৮ দলের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসরে মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। প্লেয়ার্স ড্রাফটের আগেই তাকে দলে ভিড়িয়েছে লুম্বিনি লায়ন্স।
নেপালের প্রধান আটটি শহর বিরাটনগর, চিতওয়ান, জনকপুর, কর্নালি, কাঠমান্ডু, লুম্বিনি, পোখারা এবং সুদুরপাশিমের আটটি ফ্র্যাঞ্চাইজি প্রথম আসরে অংশ নেবে। এনপিএলের প্রথম আসরের সবগুলো খেলা কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এনপিএলের প্রথম আসরের জন্য মোহাম্মদ সাইফউদ্দিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লুম্বিনি লায়ন্স। তবে দল পেলেও সাইফের খেলা নির্ভর করছে বিসিবির অনুমতি প্রদানের ওপর। কারণ একই সময়ে দেশের মাটিতে চলবে ঘরোয়া লিগ এনসিএলের টি-টোয়েন্টি সংস্করণ। তাই বিসিবি থেকে অনাপত্তি পত্র পেলেই কেবল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
এর আগে সাইফউদ্দিন দেশের বাইরে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেয়েছিলেন। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা হয়নি তার।
এছাড়া দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলেও সাইফউদ্দিনকে দেখা যাবে। গতবার ফরচুন বরিশালকে প্রথমবারের মতো শিরোপা জেতাতে বড় অবদান রাখা এই অলরাউন্ডার এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। সরাসরি চুক্তিতে এই ২৭ বছর বয়সীকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা বিপিএলের।
এম এইচ/
Discussion about this post