ধনকুবের ইলন মাস্ক ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। বাক স্বাধীনতার প্রসারের জন্য ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য তাকে মনোনীত করেছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে, বলেছেন ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিক।
ব্র্যাঙ্কো গ্রিমস জানিয়েছেন, বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ মনোনয়ন দেয়া হয়েছে।
মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ইমেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ারও করেছেন। ওই ইমেইলে বলা হয়েছে, ‘২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে।’
এই কাজে যারা তার সঙ্গে যুক্ত ছিলেন তাদের ও সহ-প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন গ্রিমস।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন।
সূত্রঃ এনডিটিভি
এ ইউ/
Discussion about this post