নোয়াখালীতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচতলা ও দোতলা ক্ষতিগ্রস্ত হয়।
জানা যায়, এদিন বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা আন্দোলনকারীরা জেলা শহর মাইজদী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারী ও তাদের সমর্থকরা বিকেল ৪টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে অবস্থান নেন।
পরে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর হামলাকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা আসবাবপত্রে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান।
আন্দোলনকারীরা চলে গেলে পরে দলীয় নেতাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে সুধারাম থানার মূল ফটক বন্ধ থাকলেও দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে থানার কিছু জানালা ভেঙে গেলেও জানমালের কোনো ক্ষতি হয়নি।
দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে আসেন। পরে নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন।
এ বিষয়ে মেয়র শহিদুল্লাহ সোহেল বলেন, ‘এ হামলায় কোটা আন্দোলনকারীরা নয়, এখানে জামায়াত-শিবিরের দুষ্কৃতকারী ও দুর্বৃত্তরা জড়িত ছিল।
এরা এখন ছাত্র আন্দোলন নয়, আছে জ্বালাও-পোড়াও নিয়ে। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এদিকে নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বিক্ষোভ চলাকালীন দুর্বৃত্তরা নোয়াখালী জেলা শহরের সুধারাম থানায় এক রাউন্ড গুলি ছোড়ে, বিভিন্ন স্থান থেকে থানায় অবস্থানরত পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও থানায় গুলির বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুবায়েরা হাফিজ জানান, এ হামলায় তারা জড়িত নন। এত লোকের মধ্যে কারা এটা ঘটিয়েছে তিনি জানেন না।
টিবি
Discussion about this post