নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরে বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের বাসার দোতলা থেকে আজ সোমবার সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মেহেদি হাসান শুভ (২২) ও তাঁর স্ত্রী তামান্না ইসলাম (১৬)।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে আছে। আর স্বামীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাইবোন। কয়েক মাস আগে প্রেম করে বিয়ের পর ওই ভাড়া বাসায় বসবাস কারছিলেন।
তিনি আরও বলেন, তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ওই স্বামী আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘একই ঘর থেকে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী স্ত্রী হলেও সম্পর্কে খালাতো ভাই–বোন। প্রথমে স্বামী তার স্ত্রীর গলাকেটে হত্যা করে। তারপর নিজে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’
এসপি আরও বলেন, ‘এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ জেড কে/
Discussion about this post