দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এবং কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ভোটকেন্দ্রের বাইরে পুলিশ বিজিবি ও র্যাবের সরব উপস্থিতি দেখা গেছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিজাইডিং অফিসার মো. মিজান উদ্দীন খান জানান, এ কলেজের চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।
ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।
এফএস/
Discussion about this post