পঞ্চগড়ে নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজসহ আদালতের চার বিচারকের অপসারণের দাবিতে আদালতের মূল ফটকে তালা দিয়ে ঘেড়াও কর্মসূচি পালন করছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিক্ষোভকারীদের ঘেরাও কর্মসূচিতে আদালত চত্বরের ভেতরে বিচারক, আইনজীবী, কর্মকর্তা কর্মচারী, পুলিশসহ বিচার প্রার্থীরা আটকা পড়ে। দুপুর তিনটার দিকে তারা আদালতের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পরে। চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।
আন্দোলনকারীদের দাবি, কর্মচারী নিয়োগ বাণিজ্যে অভিযোগে আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনাসহ চার বিচারকের অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তিন দিনেও কেউ কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত ঘেরাও এবং অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছিল। সংকট নিরসনে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট কারও কোনো পদক্ষেপ দেখা যায়নি।।
পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক, ফজলে রাব্বী বলেন, বিচারকদের অপসারণে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তিন দিনেও গুরুত্ব দেওয়া হয়নি। সন্ধ্যার মধ্যে অভিযুক্ত বিচারকদের অপসারণ না করলে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
এ ইউ/
Discussion about this post