আসছে ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন পণ্য তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার কারণে কোমল পানীয় কোকাকোলা বয়কটের ডাক দেয়া হয়েছে।
এবার ঈদ চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্য ছাড়াই পালন করার আহ্বান জানিয়েছেন ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (১১ জুন) এনিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ এবার যুক্তরাষ্ট্রে মঞ্চ মাতাবেন তাহসান
ফেসবুক পোস্টে তিনি বলেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ঈমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য।
মন্তব্যকারীদের একজনের উত্তরে আহমাদুল্লাহ আরও বলেন, কুরবানির এক অর্থ ত্যাগ। এই কুরবানির ঈদে ইসলামবিদ্বেষীদের পণ্য ত্যাগ করুন। আপনার সাধের কুরবানির গোশতের সাথে যদি চিহ্নিত অপশক্তির কোমল পানীয় মিশে যায়, তবে আপনার কুরবানির সার্থকতা রইল কোথায়!
এস আই/
Discussion about this post