পুঁজিবাজারের পতন থামছেই না, প্রতিদিনই কমছে সূচক-লেনদেন। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১৪ পয়েন্টে। শরিয়াহ সূচক কমেছে ১৮ দশমিক ৬৩ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১১৪৪ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৭৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৬ কোটি ০১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৯৯ লাখ ৩৬ হজার টাকা।
ডিএসইতে আজ মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির, বিপরীতে ২৭২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির ১৭ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন। এরপরেই রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এই শেয়ারটি লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ টাকার। ১১ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, ফারইস্ট নিটিং, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স এবং টেকনো ড্রাগস লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০২ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৩০টির এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে আজ ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এম এইচ/
Discussion about this post