সুরক্ষা ঘাটতি নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করতে যাচ্ছেন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহী (সিইও) ডেভ ক্যালহাউন। রদবদল আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই বহুজাতিক সংস্থার শীর্ষস্থানীয় একাধিক পদেও। এ ছাড়াও বোয়িং এর চেয়ারম্যান, ল্যারি কেলনার, বোর্ডের পরিচালক হিসাবে পুনরায় নির্বাচনে দাঁড়াবেন না। বোর্ড তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য কোয়ালকমের প্রাক্তন সিইও স্টিভ মোলেনকপফকে নির্বাচিত করেছে।
কোম্পানিটি ঘোষণা করেছে যে, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান ডিল অবসর নিচ্ছেন। জানুয়ারি থেকে বোয়িং-এর চিফ অপারেটিং অফিসার স্টেফানি পোপ অবিলম্বে তার জায়গা নিচ্ছেন।
গত জানুয়ারিতে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেনের অব্যবহৃত দরজা খুলে উড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সংস্থাটির সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দেয়।
২০১৮ এবং ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্সের দুটি প্লেন মারাত্মক দুর্ঘটনা সহ ৩৪৬ জনের প্রাণহানি এবং সম্প্রতি আলাস্কা এয়ারলাইনস ৭৩৭ ম্যাক্সের পাশ থেকে একটি দরজার প্লাগ উড়ে যাওয়া সহ বোয়িং তার বিমানগুলির সাথে পাঁচ বছরেরও বেশি সমস্যার কারণে বিপর্যস্ত হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলির জন্য একাধিকবার বোয়িং প্লেনকে গ্রাউন্ডিং করা হয়েছিল এবং ক্রমবর্ধমান আর্থিক ক্ষতি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩১ বিলিয়নেরও বেশি দাঁড়িয়েছে।
সিএফআরএ রিসার্চের ইক্যুইটি বিশ্লেষক স্টুয়ার্ট গ্লিকম্যান বলেন, (বোয়িংয়ের) শীর্ষ নেতৃত্বে পরিবর্তনগুলো প্রয়োজন ছিল। তিনি বিশ্বাস করেন, সংস্থাটির বর্তমান সংকট এর করপোরেট সংস্কৃতির সমস্যা থেকে উদ্ভূত হয়েছে, যার সমাধান কেবল নতুন অন্তর্দৃষ্টি দিয়েই সম্ভব।
বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বোয়িংয়ের নেতৃত্বে পরিবর্তন জরুরি হয়ে পড়েছিল।
টিবি
Discussion about this post