জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সেপ্টেম্বরে পদত্যাগ করবেন। রাজনৈতিক কেলেঙ্কারির জেরে এ পদত্যাগ করবেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ফুমিও কিশিদা। চলতি বছরের সেপ্টেম্বরেই তার এ মেয়াদ শেষ হবে।
বুধবার (১৪ আগস্ট) টেলিভেশনে দেয়া এক সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, ‘রাজনীতি বিশ্বাস ছাড়া অচল। তাই মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করবো। এরপর নতুন মেয়াদে দলের দায়িত্ব নিতে আর নির্বাচনে অংশগ্রহণ করবো না।’
সম্প্রতি তার রাজনৈতিক দল এলডিপির ভেতরে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশ এবং দেশটিতে মুদ্রাস্ফীতি বাড়ার জন্য ফুমিও কিশিদার জনপ্রিয়তায় ভাটা পড়েছে।
দেশটির পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই যিনিই দলটির নেতা নির্বাচিত হবেন, তিনিই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে এলডিপি’র নতুন যে উত্তরসূরি হবেন তাকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন।
এম/এইচ
Discussion about this post