পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শিগগির মন্ত্রিসভার রদবদল করবেন বলে জল্পনা উঠেছে। দায়িত্ব নেওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, রয়টার্স, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) এলিজাবেথ বোর্নের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্বে থাকাকালীন তার কাজের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন বোর্ন সাহস ও প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছিলেন।
ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ বোর্ন। চলতি বছরের মাঝামাঝি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সে কারণেই এলিজাবেথ পদত্যাগ বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোর্নের উত্তরসূরি হিসেবে কাকে নিযুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। তবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।
এফএস/
Discussion about this post