শাইখ সিরাজ একজন বাংলাদেশি সাংবাদিক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব। শাইখ সিরাজ কৃষি সাংবাদিকতাসহ নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ জীবনে জাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ ও নিজস্ব মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আইতে হৃদয়ে মাটি ও মানুষ নামক অনুষ্ঠান উপস্থাপনা করেন।টেলিভিশনের জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ।
তিনি চ্যানেল আইতে প্রতি বছর কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি করে থাকেন। অনুষ্ঠানটি এবার ধারণ করা হয়েছে শরীয়তপুর জেলায়। অনুষ্ঠানটির মূলপর্ব ‘খেলাধুলা’এই অংশটি ধারণ করা হয়েছে নড়িয়ায় সুরেশ্বর ঘাটে পদ্মার তীরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়েছে। কৃষকদের অংশগ্রহণে নাচ, গান ও গেইম শো নিয়ে নির্মিত হয় ‘কৃষকের ঈদ আনন্দ।
পদ্মার তীরকে বেছে নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি টের পাচ্ছে নদীর তীরের কৃষকরা। এ সম্পর্কে তাদের এখনই সচেতন করতে হবে। এছাড়া শরীয়তপুর জেলায় জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী। আমরা তাদের স্মৃতিচিহ্নও খুঁজেছি।
প্রতি ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয় জনপ্রিয় এই অনুষ্ঠানটি। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।
এস আই/প্রবাস খবর
Discussion about this post