পবিত্র নগরি মক্কাতে অবস্থিত মসজিদুল হারামে শুক্রবার (২৮ মার্চ) ২৯ রোজার রাতে একত্রে নামাজ আদায় করেছেন ৪১ লাখের বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী। খবর সৌদি গ্যাজেট
পবিত্র রমজান মাসের এ রাতে মসজিদে অনুষ্ঠিত তারাবিহ নামাজে পবিত্র কুরআনের তিলাওয়াত শেষ (খতম আল–তুরআন) করা হয়।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল–রাবিয়াহ বলেন, মসজিদুল হারামে এ রাতে এশা ও তারাবির নামাজে অংশ নিয়েছেন ৩ দশমিক ৪ মিলিয়নের (৩৪ লাখ) বেশি মুসল্লি। তাদের সঙ্গে অংশ নেন আরও ৬ লাখ ৪৬ হাজার ৬০০ ওমরাহ পালনকারী।
এছাড়া এদিন প্রায় ২৮ হাজার ২০০ জন মুসল্লি ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা ও ১ লাখ ৩৫ হাজার ৬০০ জন অবস্থান নির্দেশক সেবা গ্রহণ করেন। পাশাপাশি ৪২ হাজারের বেশি জমজমের পানি ভর্তি বোতল ও ৭ লাখ ২ হাজার রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার রাতে খতমে তারাবিতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে ভোর থেকেই দলে দলে আসতে শুরু করেন মুসল্লিরা। দ্রুতই মসজিদের প্রতিটি করিডর, এর প্রাঙ্গণ ও মাতাফসহ প্রতিটি তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এ ইউ/
Discussion about this post