পরনের লুঙ্গি দিয়ে মুখ ঢেকে বিবস্ত্র অবস্থায় একটি দোকানে হানা দিয়েছে চোর। চুরির পুরো সময়টা বিবস্ত্র ছিল চোর। এমনি এক ঘটনার সম্পূর্ণ ভিডিও দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ইতোমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গাজীপুরের শ্রীপুরে ঘটনাটি ঘটেছে।
বুধবার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকায় মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে দেবাশীষ সাহার মালিকানাধীন দেবাশীষ ভ্যারাইটিজ স্টোরে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক দেবাশীষ সাহা বলেন, সকালে ঘুম থেকে উঠে দোকানের দুটি সিসি ক্যামেরাতে কিছুই দেখতে না পেয়ে পেছনের দৃশ্য দেখার চেষ্টা করি। এ সময় এক লোককে পরনের লুঙ্গি দিয়ে মাথা ঢাকা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত দোকানে চলে আসি। দোকান খুলে ড্রয়ার অগোছালো অবস্থায় দেখতে পাই।
দোকানে থাকা ইন্টারনেটের রাউটার, বিভিন্ন ধরনের এয়ার ফোন ও ৫-৭টি মোবাইল চার্জার, একটি ট্যাব ও দুটি বাটন মোবাইল নিয়ে যায় চোর। এতে ১৫ থেকে ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোর।
তিনি আরো বলেন, দোকানে অবস্থানের সময় চোর পুরো সময় তার পরনের লুঙ্গি দিয়ে মাথা ঢেকে চুরি করে। এ সময় তার পুরো শরীরে কোনো কাপড় ছিল না। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
শ্রীপুর থানার ওসি মো. শাহজামান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিবি/
Discussion about this post