ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে আজ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে ড. হাছান মাহমুদের প্রথম ইউরোপযাত্রা।
সূত্র বলছে, ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ ফোরামে অংশ নিতে ব্রাসেলস যাচ্ছেন তিনি। আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) সেখানে তিনি ফোরামের উদ্বোধনী, প্লেনারি সেশন ও একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
জানা গেছে, এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার হাছান মাহমুদ ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইইউর মন্ত্রীপর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহনশীলতার বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
এফএস/
Discussion about this post