মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় জানা গেছে। ওই তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (অপরাধ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সাহিদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।”
ফিরোজ কবির বলেন, “ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে।”
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকে কে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে, শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তার সঙ্গে আরও কেউ ছিল কি-না তাও নিশ্চিত হওয়া যায়নি।
এম এইচ/
Discussion about this post