এখনও খোঁজ মেলেনি সৌদি আরব ফেরত মানসিক ভারসাম্যহীন রেমিট্যান্স যোদ্ধার পরিবারের সন্ধান।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এয়ারপোর্টে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে নজরে আনেন। পরে তারা তাকে অফিসে নিয়ে গিয়ে তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হন।
বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা দেখে এপিবিএন সদস্যরা নিয়ে যায় তাদের অফিসে। এরপর রেমিট্যান্স যোদ্ধার পরিবার খুঁজে নিরাপদে হস্তান্তরের জন্য পাঠান ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রামের কাছে। ভূক্তোভগীর কাছে কোনোই ডকুমেন্ট নেই, বলতে পারেনা পরিবারের তথ্য। তিনি বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনায় আছেন।
গত ৬ বছরে এমন মানসিক ভারসাম্যহীন ১৩৭ প্রবাসীর পরিবার খুঁজে নিরাপদে হস্তান্তর করেন ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম। এই রেমিট্যান্স যোদ্ধার স্বজনের খোঁজে সকলের সহযোগিতা কামনা করছে ব্যাক।
বিস্তারিত জানতে ব্র্যাক মাইগ্রেশান ওয়েলফেয়ার সেন্টার ম্যানেজার আল আমিন নয়ন ০১৭১২১৯৭৮৫৪ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
এম এইচ/
Discussion about this post