পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ২০২৩ সালে সবচেয়ে বেশিবার ইন্টারনেট সংযোগ বন্ধ করেছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। টপটেন ভিপিএন নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষনার বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, ইরাকের পাশাপাশি ইরান, আলজেরিয়া সহ বিভিন্ন দেশকে ইন্টারনেট বন্ধের কারণে বিপুল অর্থনৈতিক ক্ষতি পোহাতে হয়েছিল।
প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালে ইরাক মোট ৬৬ বার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। যার বেশিরভাগই স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন সময়ে নকল বা অসুধপায় বন্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছিল। পরীক্ষার জন্য ইন্টারনেট বন্ধের ঘটনা ইরাকে অতীতে খুব বিতর্কিত হয়েছিল।
তবে এ বিষয়টিকে ডিজিটাল অধিকার সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের সাথে তুলনা করেছে। দেশের অভ্যন্তরে এবং বাইরে সমালোচনা সত্ত্বেও ইরাক বছরের পর বছর ধরে পরীক্ষার সময় নিয়মিত ইন্টারনেট ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করেছে।
টপ১০ ভিপিএন এর মতে, ইরানে সোশ্যাল মিডিয়া আউটলেটগুলি শুধুমাত্র ২০২৩ সালে ১২ হাজার ৬২৪ ঘণ্টার জন্য বন্ধ ছিল, যার ফলে ইরাকের অর্থনৈতিকভাবে প্রায় ৯০ কোটি মার্কিন ডলারের অধিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
তবে ইন্টারনেট বন্ধের তালিকার শীর্ষে ইরাক থাকলেও ক্ষতির শীর্ষে ছিল ইরান। ইন্টারনেট বন্ধে ইরানের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। আলজেরিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া এবং তুরস্কেও ২০২৩ সালে অনেকবার ইন্টারনেট বন্ধের ঘটনায় ভোগান্তি পোহাতে হয়েছে ব্যবহারকারীদের।
এ এস/
Discussion about this post