মস্কো ও তেহরানের মধ্যে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এই চুক্তি নিবিড় প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের দ্বিপাক্ষিক মিত্রতা আরও গভীর হওয়ার বিষয়টি তুলে ধরেছে। বুধবার (২১ মে) এই চুক্তিটি অনুমোদন করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৭ জানুয়ারি এই কৌশলগত অংশীদারিত্বের দলিলে স্বাক্ষর করেছিলেন।
রাশিয়ার আইনসভা এপ্রিল মাসে চুক্তিটি অনুমোদন করে। যদিও চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা সম্পর্কে কিছু বলা হয়নি।
তবুও বলা হয়েছে, উভয় দেশ সাধারণ (কমন) সামরিক হুমকির বিরুদ্ধে একসাথে কাজ করবে। তাদের সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বিকাশ করবে এবং যৌথ মহড়ায় অংশ নেবে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইরান এবং রাশিয়া সামরিক সম্পর্ক আরও গভীর করেছে।
পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জন্য ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করেছে। কিন্তু তেহরান ইউক্রেনে মস্কোর ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে।
কৌশলগত চুক্তিতে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর কথাও বলা হয়েছে।
গত সপ্তাহ থেকে ইরান ও রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য কার্যকর হয়েছে। দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য জোরদার করতে উভয়পক্ষ শুল্ক হ্রাস করেছে। বর্তমানে ইরান ও রাশিয়া, উভয় দেশ ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে আছে।
Discussion about this post