নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টক শো শুরু করেছে। এর নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এ অনুষ্ঠানেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এসেছিলেন। চিত্রনায়ক জায়েদ খানকে জানিয়েছেন অনেক অজানা কথা।
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ এ প্রথম অতিথি হিসেবে দেখা যায় তানজিন তিশাকে। আর সেখানে যেয়ে তিশা জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি।
টকশোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— তিশা অকপটে জবাব দিয়ে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচার হয় প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান।
এস এইচ/
Discussion about this post