বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছে সালমান খান অসুস্থ। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন তিনি। অবশেষে নীরবতা ভেঙে অসুস্থতার খবরটি স্বীকার করে অভিনেতা জানালেন, পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে তার।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সালমান খান বলেন— ‘আমার পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে।’
সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। এর শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন বলে পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষে পুরো টিম চলে যাবে হায়দরাবাদে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।
এর আগে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ইনস্টাগ্রাম পেজে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। তাতে সালমান খান ও রাশমিকার ছবি পোস্ট করে লেখা হয়— ‘২০২৫ সালের ঈদে মুক্তি পাবে।’
এস আই/
Discussion about this post