প্রেক্ষাগৃহে মুক্তির পরেই পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। এ তথ্য জানার পরই রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি।
শাহরিন আক্তার সুমি বলেন, “বরবাদ’ মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছি। কিন্তু হল থেকে মুঠোফোন বা ক্যামেরা দিয়ে যারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। এটা যাতে কেউ না করেন, তা জানিয়ে একটি পোস্টও দিয়েছিলাম। তবে আজ সকালে দেখি, সিনেমার পুরো একটি কপি টেলিগ্রামে ঘুরছে, তারপর আমরা থানায় সাধারণ ডায়েরি করি। এখন একটি মামলার প্রস্তুতি নিচ্ছি।”
সিনেমাটি মুক্তির আগে থেকেই পাইরেসির সন্দেহ করছিলেন প্রযোজক ও সিনেমা সংশ্লিষ্টরা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সিনেমার ক্ষতি করতে চাইছেন। তবে তারা কারা সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি প্রযোজক।
শাহরিন আক্তার সুমি বলেন, “নির্ধারিত কারো নাম এখন বলতে পারব না। বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন নামে কাজটি করা হচ্ছে। সুতরাং এভাবে বলা যাবে না। এখন প্রতিটি লিঙ্ক ধরে ধরে তদন্ত কমিটি কাজ করবে। গ্রেপ্তার হলে বিস্তারিত জানতে পারবেন।”
ঈদুল ফিতরের দিন সারাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এরই মধ্যে পাইরেসির খবরটি শাকিব ভক্তদের জন্য হতাশার।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
এস এইচ/
Discussion about this post