পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। তিনি জানান, বর্তমানে ই-ভিসা চালুর উদ্যোগও চলমান রয়েছে, যা ভবিষ্যতে ভ্রমণ ও যোগাযোগ আরও সহজ করবে।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশি হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময় সহজ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়া উচিত, যাতে পারস্পরিক বাণিজ্যিক সম্ভাবনা ও নতুন সুযোগগুলো আরও ভালোভাবে চিহ্নিত করা যায়।
বাংলাদেশ-পাকিস্তান সম্ভাব্য বাণিজ্যিক খাত হিসেবে বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লার কথা উল্লেখ করেন হাইকমিশনার।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সরাসরি বিমান যোগাযোগ ও সমুদ্রপথ চালুর সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এম এইচ/
Discussion about this post