সবার মনে একটাই প্রশ্ন,পবিত্র রমজান প্রায় শেষ ঈদ কবে? যেহেতু ঈদ চাঁদ দেখার ওপর নির্ভর করছে, তাই কখন চাঁদ দেখা যাবে, তা-ই নিয়ে চলছে গবেষণা। পাকিস্তানে কবে চাঁদ দেখা যাবে তার একটা ধারণা এরই মধ্যে দিয়েছে দেশটির চাঁদ দর্শন কমিটি রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল।
সামা টিভির এক প্রতিবেদন মতে, সোমবার (৮ এপ্রিল) কাউন্সিল জানিয়েছে, পাকিস্তানে আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদের চাঁদ দেখা যাবে। সেক্ষেত্রে দেশটিতে ঈদ হবে আগামী বুধবার (১০ এপ্রিল)।
কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিটে। যদি আবহাওয়া ভালো থাকে পরদিন তথা মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদ দেখা যাবে।
খালিদ ইজাজের মতে, মঙ্গলবার সন্ধ্যায় যখন চাঁদ দেখা যাবে তখন এর বয়স হবে ১৯ ঘণ্টা ১৪ মিনিট। এরপর তা আকাশে ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে। মরুয়েত-ই-হেলালের সদর দফতর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে।
খালিদ ইজাজ বলেন, আকাশ মেঘলা না থাকলে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখা যাবে।
আগামীকাল মঙ্গলবার ইসলামাবাদে চাঁদ দর্শন কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক থেকে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হবে।
এ এস/
Discussion about this post