পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে একদল সশস্ত্র জঙ্গী। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলায় মঙ্গলবার এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ খবরটি জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, যে পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে সেটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করতো। প্রথমে বাউন্ডারি ওয়ালের মধ্যে ট্রাক ঢুকিয়ে দেওয়া হয়। পরে বন্দুক দিয়ে ভেতরে হামলা চালানো হয়। এসময় বেস ক্যাম্পের মধ্যে একটি অস্ত্র গুদামেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ বলেন, পুলিশ স্টেশনের ফটকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। চালানো হয় গুলি। বোমা-গুলিতে অনেকের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন।
হামলার পর টিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।
টিজেপি দক্ষিণ এশিয়ার দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি’র সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর ধরে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
Discussion about this post