পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি চেক পোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার গভীর রাতে কালাতের জোহান এলাকায় একটি নিরাপত্তা চেক পোস্ট লক্ষ্য করে ভারী অস্ত্র, রকেট এবং গ্রেনেড দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শাহ মর্দানের কাছে অবস্থিত ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেক পোস্টে সন্ত্রাসীরা আক্রমণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। এতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়। তবে গোলাগুলির সময় সাত সৈন্য প্রাণ হারান।
কালাত বিভাগের কমিশনার নাঈম বাযাই জানিয়েছেন, হামলায় সাতজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। হতাহতদের কোয়েটার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা চেক পোস্টটি চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ চালায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বন্দুকযুদ্ধ। পরে আরও একটি সেনা দল ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের মোকাবিলা করে।
কালাতের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, প্রায় তিন ডজন সন্ত্রাসী চেক পোস্টে হামলায় অংশ নিয়েছিল।
এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। স্থানীয়রা জানিয়েছেন, মাঝরাত থেকে ভোর পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।
হামলার পর জোহান ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বেলুচিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রদেশের শান্তি ও উন্নয়নের শত্রু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
এ ইউ/
Discussion about this post