মুম্বাইয়ে একের পর এক খুনের হুমকি ও হামলার ঘটনায় সৃষ্ট অস্থির পরিস্থিতি। এরই মধ্যে সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং সাইফ আলী খানকে আক্রান্ত করার ঘটনা এখনো তাজা। এবার, অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই ধরনের হুমকি দেওয়া হয়েছিল অভিনেতা রাজপাল যাদব, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা এবং অভিনেতা-গায়ক সুগন্ধা মিশ্রকেও। সূত্রে জানা গেছে, এই হুমকি ইমেলটি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মুম্বাইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
হুমকি ইমেলে লেখা রয়েছে, “আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, যা আপনাদের সামনে তুলে ধরা উচিত। এটি কোনো পাবলিসিটি স্টান্ট বা হেনস্তা করার উদ্দেশ্যে পাঠানো হয়নি। আমরা অনুরোধ করছি, এই বার্তাকে খুব গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করুন।” ইমেলটির প্রেরক ‘বিষ্ণু’ নামক একজন ব্যক্তি।
কপিল শর্মাকে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কারণ তাঁর জনপ্রিয় শোটি সালমান খান স্পনসর করেছেন। এ ঘটনায় আম্বোলি থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ জানিয়েছে, কপিল শর্মা এবং তাঁর দলের সদস্যদের যথাযথ নিরাপত্তা প্রদান করা হবে। পুলিশ তদন্তে জানতে পেরেছে যে, ইমেলটি পাকিস্তানের আইপি থেকে পাঠানো হয়েছিল। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেখানকার সরকারের সহায়তা চাওয়া হয়েছে।
এই ঘটনায় মুম্বাই পুলিশ খুবই তৎপর এবং দ্রুততার সঙ্গে বিষয়টি তদন্ত করছে, যাতে কোনোরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটতে না পারে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যায়।
এম এইচ/
Discussion about this post