সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের ছয় বছর পর এখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়াকে পরবর্তী লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লি ধাপে ধাপে এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা করছে।
বুধবার (৫ মার্চ) ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “আমরা কাশ্মীর ইস্যুতে ধাপে ধাপে এগোচ্ছি। প্রথমে ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে গতি দিয়েছি, তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে। এখন চতুর্থ ধাপে আমাদের লক্ষ্য হলো পাকিস্তানের দখল করা জম্মু-কাশ্মীরের অংশ উদ্ধার করা।”
তিনি আরও বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, তাহলে ‘কাশ্মীর ইস্যু’ বলে আর কোনো সংকট থাকবে না। এটিই হবে চূড়ান্ত সমাধান।”
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের শেষ রাজা হরি সিং চেয়েছিলেন, এই অঞ্চল স্বতন্ত্র থাকবে। কিন্তু পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে তিনি ভারতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন।
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর জম্মু-কাশ্মীরের ৪৩% ভারতের, ৩৭% পাকিস্তানের এবং ২০% চীনের দখলে চলে যায়। ভারতের অধীনে থাকা অংশে ৩৭০ ধারা অনুযায়ী স্বায়ত্তশাসন ছিল, যা ২০১৯ সালে বিজেপি সরকার বাতিল করে।
জয়শঙ্করের বক্তব্যের পর দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ পাকিস্তান-ভারতের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
এ ইউ/
Discussion about this post