আলজেরিয়ায় পাচারের শিকার ৫ বাংলাদেশির স্বজনরা ফিরিয়ে আনার আকুতি নিয়ে ঢাকায় আসছেন।
ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়ে লিবিয়া ও আলজেরিয়ায় আটকে পড়া পাঁচ বাংলাদেশির পরিবার তাদের স্বজনদের দেশে ফিরিয়ে আনার আকুতি নিয়ে আগামীকাল ১৩ ফেব্রুয়ারী দুপুর ১২টায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, আশকোনা, ঢাকায় আসবেন।
ভুক্তভোগীরা লিবিয়া হয়ে ইতালি পৌঁছানোর লোভনীয় প্রস্তাবে রাজি হন। কিন্তু বাস্তবে তাদের দুবাই হয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে পাচারকারীরা জিম্মি করে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ পাওয়ার পরও তারা মুক্তি পাননি; বরং আরেকটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয় তাদের। নতুন পাচারকারীরা তাদের আলজেরিয়ায় নিয়ে গিয়ে আবারও মুক্তিপণের জন্য নির্যাতন চালায়।
এই পাঁচ ভুক্তভোগীর পরিবার দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে ঘুরছেন, যেন তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনা যায়।
এই ঘটনা শুধু পাঁচজন ভুক্তভোগীর কষ্টের গল্প নয়, এটি বাংলাদেশের অভিবাসন ব্যবস্থার ভয়াবহ দিক উন্মোচন করে। নিরাপদ অভিবাসনের স্বপ্ন দেখলেও অনেক বাংলাদেশি পাচারকারী চক্রের হাতে প্রতারণার শিকার হচ্ছেন।
এস এইচ/
Discussion about this post