দীর্ঘদিন পর ঢাকাই চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে। এমন সময় মুক্তি পায় ‘ভাইয়ারে’ চলচ্চিত্র। সিনেমাটির নির্মাতা এবং অভিনেতা রাসেল মিয়া কখনও রিকশা চালিয়ে, আবার কখনও ঠেলাগাড়ি ঠেলে প্রচার করে আলোচনায় আসার চেষ্টা করেছেন। কিন্তু তার সব প্রচেষ্টা ছাড়িয়ে গেছে সিনেমাটি মুক্তির পর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল। এই নির্বাচনে অভিনেত্রী রত্না কবিরের পক্ষে কাজ করেন আরেক অভিনেতা রাসেল মিয়া। যিনি আলোচনায় আসেন ‘ভাইয়ারে’ সিনেমা দিয়ে। নির্বাচনের দিন ভোট দিতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী। সেই সময়ই তাদের মধ্যে কথাবার্তা, এরপর প্রেম। অবশেষে সেই প্রেম পূর্ণতা পায় শুক্রবার (১৭ মে)। বিয়ে করেছেন তারা।
আরও পড়ুনঃ ‘বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকের ঢুকতে হবে কেন?’
রাসেল মিয়া বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন বর্ষাকে দেখে প্রেমে পড়ে যাই। এরপর বিষয়টি রত্না আপুকে জানিয়ে বলি, আপু এই মেয়েকে আমি বিয়ে করব। সেদিনই তার ফেসবুক আইডি নেই। তারপর তাকে নক দেই। এক সময় আমরা বিয়ের সিদ্ধান্তে আসি।’
রাসেল ও বর্ষার বিয়ে হয়েছে অভিনেত্রী রত্না কবিরের বাসায়। বিয়ের যাবতীয় তদারকি করেছেন অভিনেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।
এদিকে, রাসেলের ‘ভাইয়ারে’ সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। তিনি এটিকে ‘পাপমুক্ত’ ও ‘অজু নিয়ে দেখা যাবে’ বলায় বেশ সমালোচনার মুখে পড়েন। সেসময় তার এ কথার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
এ এ/
Discussion about this post