বান্ধবীকে নিয়ে পার্কে হাঁটতে হাঁটতে কাচের টুকরোর মতো কিছু একটা দেখতে পান জেরি নামের এক ব্যক্তি। এরপর কী যেন ভেবে আনমনে সেটা পকেটে ভরে ফেলেন। পরে জানা গেল এটি আসলে অতি মূল্যবান ৪ দশমিক ৮৭ ক্যারেটের হীরক খণ্ড।
ইভানস বলেন, ‘আমি ভেবেছিলাম এটা একটি কাচের টুকরো। এটা ছিল পুরোপুরি স্বচ্ছ। আমি আসলেই জানতাম না এটা কী।’
টুকরোটি আসলে কিসের তা নিশ্চিত হওয়ার জন্য ইভানস জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকাতে পাঠান। কয়েক সপ্তাহ পর ওই প্রতিষ্ঠান থেকে তাকে জানানো হয়, ছোট্ট ওই টুকরোটি আসলে দামী হীরা।
ইভানস বলেন, ‘যখন ফোন করে আমাকে বলা হলো, এটা সত্যিকারের হীরা, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম!’ তিনি হীরাটির নাম দিয়েছেন ‘ইভানস ডায়মন্ড’। জেলিবিনের আকারের হীরাটি দেখতে পিরামিডের মতো।
যুক্তরাষ্টের আরকানসাস অঙ্গরাজ্যের পার্ক, ঐতিহ্য ও পর্যটন বিভাগ জানায়, জেরি ইভানস নামের ওই লোক তার প্রেমিকাকে নিয়ে প্রথমবারের মতো ডায়মন্ড স্টেট পার্কে ঘুরতে গিয়েছিলেন। হাঁটাহাঁটির ১০ মিনিটের মধ্যে তিনি একটি স্বচ্ছ কাচের মতো বস্তু দেখতে পান। কারো পা কাটতে পারে ভেবে ইভানস ওই টুকরোটি পকেটে পুরে বাড়ি ফিরে আসেন।
পার্ক কর্তৃপক্ষ বলেছে, এটা বিরল ঘটনা। এবারই প্রথম কেউ হীরা খুঁজে পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
দ্য স্টেট পার্ক আরও জানায়, ২০২০ সালে ৯ দশমিক ৭ ক্যারেটের একটি বাদামী হীরা পাওয়া গিয়েছিল। এরপর ইভানসের পাওয়া হীরাটি সবচেয়ে বড়।
সূত্র: ইউএস টুডে
এফএস/
Discussion about this post