বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা। তবে কোনো ভিসা ছাড়াই কি অন্য দেশে ভ্রমণ করা সম্ভব? তা-ও যদি আবার কেউ ভিসা ছাড়া রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যায়, তাহলে চোখ তো কপালে উঠবেই।
সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন এক রুশ নাগরিক। যদিও লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পরে তাকে আটক করা হয়েছে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
আদালতের নথি থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কোপেনহেগেন থেকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠেছিলেন সের্গেই ভ্লাদিমিরোভিচ ওচিগাভা। তিনি রাশিয়া-ইসরাইলের দ্বৈত নাগরিক। গত ৪ নভেম্বর লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
তবে আশ্চর্যজনকভাবে, তার কাছে কোনো পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওচিগাভা মার্কিন যুক্তরাষ্ট্রে তার যাত্রা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। পাসপোর্ট বিমানে ফেলে এসেছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে ফ্লাইট ক্রু সদস্যরা জানিয়েছেন, ওই রুশ ব্যক্তিকে তারা বিমানের চারপাশে ঘুরে বেড়াতে দেখেছেন। বিমানে ওঠার পর তিনি ঘন ঘন আসনও পরিবর্তন করছেন।
ব্যাগ তল্লাশির সময় কর্মকর্তারা আবিষ্কার করেন যে ওচিগাভার রাশিয়ান এবং ইসরাইলি পরিচয়পত্র রয়েছে। কিন্তু কোনো পাসপোর্ট নেই। কোপেনহেগেন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওচিগাভা বৈধ টিকিট ছাড়াই প্রবেশ করেছেন। এ ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। রহস্যময় এ ঘটনা এখন তদন্ত করছে এফবিআই।
Discussion about this post