বিমান বন্দরে যাত্রীর ফেলে যাওয়া পাসপোর্ট ফেরত দিতে চাঁদা দাবির অভিযোগে ঢাকা কাস্টম হাউসের এক সিপাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সিপাহির নাম আছাদুল্লাহ হাবিব (৩০)। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আছাদুল্লাহ হযরত শাহজালাল বিমান বন্দরে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে একটি উড়োজাহাজে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সজীব আহমেদ (২৮) নামের এক যুবক। তিনি সঙ্গে করে পাঁচটি মুঠোফোন আনেন। এ জন্য তাঁকে শুল্ক দিতে বলেন বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক কর্মকর্তারা। এরপর তিনি ৭৯ হাজার ১৫২ টাকা শুল্কও পরিশোধ করেন। তবে ভুলবশত নিজের পাসপোর্টটি শুল্ক এলাকায় ফেলে চলে যান তিনি।
পুলিশ জানায়, পাসপোর্ট ফেলেই বাসায় চলে যান দুবাই ফেরত সজীব। এরপর তাঁর মুঠোফোনে হোয়াটসঅ্যাপে ভারতীয় একটি নম্বর থেকে কল আসে। পাসপোর্টটি ফেরত দিতে এক লাখ টাকা চাঁদা দাবি করেন সিপাহি আছাদুল্লাহ।
এ ঘটনায় প্রবাসী সজিব আহমেদ দক্ষিণখান থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আছাদুল্লাহ হাবিবকে বুধবার (২৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান। মামলায় বলা হয়, সজিব মঙ্গলবার বিমানবন্দর এপিবিএনের কাছে অভিযোগ করেন এ বিষয়ে।
অভিযোগ পেয়ে ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে ১৩ এপিবিএনের এসআই মীর ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে একটি দল সজিবকে আশিয়ান সিটির পয়সা বাজার এলাকায় যায়।
সেখানে আছাদুল্লাহর সঙ্গে দেখা করে সজিব তাকে এক লাখ টাকা দেন। কিন্তু আছাদুল্লাহ পাসপোর্ট না দিয়ে নানাভাবে হুমকি দিতে থাকলে সজিব কৌশলে এপিবিএন দলকে ডাকেন। এপিবিএন সদস্যরা তখন দ্রুত আছাদুল্লাহ আটক করে। তার কাছ থেকে সজিবের এক লাখ টাকা ও তার পাসপোর্টটি উদ্ধার করা হয়।
মামলার শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এস আর/
Discussion about this post