শ্রীলঙ্কার পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপেই যেন ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ৩৭ রানে পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১ রান। মুমিনুল হক ২৩ বলে ৭ রানে এবং তাইজুল ইসলাম ক্রিজে আছেন।
রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ফিরে যান এলবিডব্লিউ হয়ে। অধিনায়ক শান্ত ৬ রান করে ফিরে যান রাজিথার শিকার হয়ে। ৯ রানে দুই ব্যাটারকে হারানোর পর তৃতীয় উইকেটে ২৭ রান তোলেন জাকির হাসান ও মুমিনুল হক। ৩৬ রানে জাকির ফিরে যান ১৯ রান করে। ৯ম ওভারে জোড়া শিকার করেন বিশ্ব ফের্নান্দো। শাহাদাত হোসেন দ্পিু ও লিটন দাসকে ফেরান রানের খাতা খোলার আগে।
এরআগে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দুই ইনিংস মিলিয়ে চার সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানপাহাড় লক্ষ্য ছুঁড়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ১১০.৪ ওভারে ৪১৮ রান সংগ্রহ করেছে লঙ্কাবাহিনী। প্রথম ইনিংসে ৯২ রানসহ টাইগারদের সামনে মোট লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রান।
এ এস/
Discussion about this post