বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি গাড়ি, ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুটি ফ্ল্যাট, একটি ৬তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গাড়ির মূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে, ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা।
সোমবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
জানা গেছে, জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায়, ১ হাজার ১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায়। বাড়ি, ফ্লাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে, ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের পক্ষ থেকে আবেদ আলী সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, আবেদ আলীর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি আবেদ আলীর নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ বা ক্রোক করা আবশ্যক।
এস এইচ/
Discussion about this post