মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমান দুলাল (৩৫) পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মারা যায়। দুর্ঘটনায় তাঁর স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর আহত হয়।কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কে বুধবার(১ মে) রাত ৯টার দিকে সিক্স লেন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।
বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা নিহত সাইদুর রহমান । চলাভাঙ্গা গ্রামের হুমায়ুন কবির মোল্লার ছেলে তিনি।পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন
আরও পড়ুনঃ এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর রহমান মোটরসাইকেলে চেপে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের শ্বশুর বাড়ি থেকে পার্শ্ববর্তী উপজেলা আমতলী চলাভাঙ্গায় নিজের গ্রামে যাচ্ছিলেন স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মহিষবোঝাই একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে তাদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠান। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ বলেন, দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার পাশাপাশি দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিকে হাসপাতাল থেকে তাঁর বাড়ি বরগুনার আমতলীতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।
এ এ/
Discussion about this post