পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধ চাচার লাঠির আঘাতে ভাতিজা ইউনুস আলী (৪২) নিহত হয়েছেন। শুক্রবার বিকালে আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তাররা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত ইউনুস ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। যৌথ মালিকানায় থাকা পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় চাচা রুহুল আমিনের লাঠির আঘাতে তিনি আহত হন।
নিহতের ভাই খোকন গাজী জানান, রুহুল আমিন, আদম আলী ও তার পিতা মোহাম্মদ আলীর যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়। তবে শুক্রবার বিকেলে তার ভাই ওই পুকুর থেকে মাছ ধরতে গেলে চাচা রুহুল আমিন ইউনুসের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, মৃত্যুর খবরে অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আাসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।
এস এইচ/
Discussion about this post