রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টির একটি প্রিন্টিং প্রেসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর কমান্ডার ফয়সালুর রহমান বলেন, রিপোর্ট দেওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য কমিটি করা হবে।
এর আগে, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।
এ এস/
Discussion about this post