বর্তমান তথ্য প্রযুক্তির যুগে স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। ব্যক্তিগত কাজের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে মোবাইল ফোনের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে।
একই সঙ্গে ফোনের সক্ষমতা বাড়াতে দিন দিন এরসাথে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ফলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বেড়েছে ফোনের দাম ও। তাই একটি ভালো কনফিগারেশনের ফোনের দাম বেশি হওয়ায় অনেকেই পুরোনো ফোন কিনে থাকে। তবে পুরোনো ফোন কেনার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পুরোনো ফোন কেনার আগে যেসব বিষয় জেনে নিতে হবে, সেগুলো নিচে দেখে নেওয়া যাক।
ফোনের বর্তমান অবস্থাঃ
পুরোনো ফোন কেনার আগে প্রথমেই ফোনের বাহ্যিক অংশ ও পর্দায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করে নিতে হবে। পর্দায় দাগ রয়েছে কি না বা ফোনের পর্দায় সব বাটন ঠিকমতো কাজ করছে কি না,তা দেখতে হবে।
ফোন কত দিনের পুরোনোঃ
ফোনটি কত দিনের পুরোনো, তা অবশ্যই জানতে হবে। কারণ, বেশি পুরোনো মডেলের ফোন হলে অপারেটিং সিস্টেমের পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার হালনাগাদ করা যায় না। সমস্যা সমাধানে ফোনটির মডেল ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত তথ্য জানতে হবে।
ব্যাটারির কার্যকারিতাঃ
স্মার্টফোনের জন্য ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। তাই ফোনটির ব্যাটারি একবার চার্জ দিয়ে কতক্ষণ ব্যবহার করা যাবে, তা পরীক্ষা করে দেখে নিতে হবে। এ জন্য ব্যাটারির ক্ষমতা জানার পাশাপাশি চার্জারের কার্যকারিতাও পরীক্ষা করতে হবে।
অপারেটিং সিস্টেমঃ
ফোনে হালনাগাদ অপারেটিং সিস্টেম রয়েছে কি না, তা দেখে নিতে হবে। এমনকি পরবর্তীকালে কটি হালনাগাদ পাওয়া যাবে, তা–ও জানতে হবে। কারণ, হালনাগাদ অপারেটিং সিস্টেম না থাকলে ফোন ধীরগতির হতে পারে এবং নিরাপত্তা ত্রুটিরও শঙ্কা থাকে।
Discussion about this post