আদালতে আসামি নিয়ে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হওয়ায় দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বিষয়টি শুনে অবাক লাগলেও ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারবানি জেলায় এমন ঘটনাই ঘটেছে।
জানা যায়, আদালতে আসামি নিয়ে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ সদস্যের। আর এতেই ক্ষুব্ধ হন ম্যাজিস্ট্রেট। পরে দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দেওয়া হয়।
বুধবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। পারবানির মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে গ্রেপ্তার করা এক আসামিকে নিয়ে আদালতে হাজির হন। কিন্তু ১১টায় হাজিরার কথা থাকলেও, ওই দুই পুলিশ সদস্য আধা ঘণ্টা পরে আদালতে হাজির হন। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার নির্দেশ দেন তিনি।
এই ঘটনায় ব্রিবত স্থানীয় পুলিশ। তাদের প্রশ্ন- বিচারক এমন সাজা কেন দেবেন? কর্তৃপক্ষকে দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন। ব্রিটিশ আমলেও পুলিশকে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি।
এদিকে, ম্যাজিস্ট্রেটের আদেশ এখনো কার্যকর হয়নি বলে জানিয়েছে ডেকান হেরাল্ড। এখনো ঘাস কাটেননি দুই পুলিশ সদস্যও। আপাতত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানিয়েছেন তারা। অন্যদিকে, দেশটির পুলিশ সংগঠনগুলো সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
Discussion about this post