পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রীসভার এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। ডেইলি হুররিয়াত নিউজ, আনাদোলু এজেন্সি
এরদোগান আরও বলেন, সৃষ্টিকর্তায় ইচ্ছায় আমাদের ভাই ও বোনেরা তাদের জন্মভূমি গাজায় চিরকাল বসবাস করবেন। ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করেছেন যে, তারা কখনোই আত্মসমর্পণ করবেন না, তাদের মাতৃভূমি ছাড়বেন না এবং আগ্রাসনের মুখে মাথা নত করবেন না।
এরদোগান আরও বলেন, গত ১৮ মাস ধরে গাজা কেবল নির্মম গণহত্যার সাক্ষী হয়নি বরং এক দারুণ প্রতিরোধও দেখিয়েছে, যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয়।
গাজায় ইসরাইলের নৃশংসতার নিন্দা করে এরদোয়ান বলেন, রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয়। এখন স্বীকার করতে হবে যে, আরও রক্ত ঝরিয়ে, আরও শিশু হত্যা করে, মানুষকে অনাহারে, পিপাসায় ও ওষুধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব।
তিনি বলেন, তুরস্ক কোনো সংঘাত চায় না। আমরা যা কিছু বলি, তা সব জাতির শান্তি, নিরাপত্তা ও সহাবস্থানের জন্য বলি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব।
এ সময় ইরানের বন্দর আব্বাস শহরের কাছে একটি বন্দরে বিস্ফোরণে নিহত অন্তত ৭০ ইরানির প্রতি শোক প্রকাশ করেন এই নেতা। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা হ্রাস হোক সেই কামনাও করেন।
Discussion about this post