২-১ গোলের জয়ে এদিন স্পেন জয় করেছে নিজেদের চতুর্থ ইউরো শিরোপা। নিকো উইলিয়ামস আর মিকেল অরায়াথাবালের গোল তাদের করলো প্রেস্টিজিয়াস এই আসরের রেকর্ড চ্যাম্পিয়ন। কোল পালমারের দুর্দান্ত এক গোল এদিন বৃথা গেল পুরোদমে। টানা ৭ জয় দিয়ে রেকর্ড গড়েই ইউরো জয় করল স্পেন। আর এমন হারে ৫৮ বছর কোনো মেজর শিরোপা ছাড়াই পার করতে হলো ইংল্যান্ডকে।
স্পেনের শিরোপা জয়ের রাতে এক রেকর্ডে নাম লিখিয়েছেন লামিন ইয়ামাল। সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে মেজর কোন শিরোপা জিতলেন লামিন ইয়ামাল। তিনি ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড। ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিনে বিশ্বকাপ জিতে এতদিন সবচেয়ে কম বয়সে কোন মেজর টুর্নামেন্ট জিতে রেকর্ডটা নিজের করে রেখেছিলেন পেলে। তার রেকর্ড ভেঙে মাত্র ১৭ বছর ১ দিনে ইউরো জিতে এই রেকর্ড গড়লেন ইয়ামাল।
এক যুগ পর আবারও ইউরোর সেরার মুকুট পড়ল স্পেন। শেষবার ২০১২ সালে ইতালিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তার আগে ২০০৮ এবং ১৯৬৪ সালে এই শিরোপা জিতেছিল লা রোজারা। ফলে ইউরোপের প্রথম দল হিসেবে চারবার ইউরো জেতার রেকর্ড গড়ল স্পেন।
এস এম/
Discussion about this post