নির্দিষ্ট স্থানে কোরবানির পশু কোরবানি করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পাঁচ শতাধিক পশু একই স্থানে কোরবানি করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীকে উৎসাহ দিতে মিরপুরের প্যারিস রোড মাঠে কোরবানি দিতে এলে প্রতিটি পশুর জন্য এক হাজার টাকা পুরস্কার দেয়ারও ঘোষণা দেওয়া হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে। এছাড়া মাংস পরিবহনের জন্য সরবরাহ করা হবে ভ্যানও।
রোববার (১৬ জুন) বিকেলে সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে একই স্থানে পাঁচ শতাধিক পশু কোরবানির উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। নগরীর ৩নং ওয়ার্ডের অন্তর্গত মিরপুর সেকশন-১১, ব্লক-সি, প্যারিস রোড সংলগ্ন মাঠে পশু কোরবানির এই আয়োজন করা হয়েছে। এছাড়াও ৭নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় আরও পাঁচটি নির্দিষ্ট স্থানে কোরবানির আয়োজন করা হয়েছে।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানি হলে বর্জ্য অপসারণ কার্যক্রমটা সহজ হয়ে যাবে। পাশাপাশি অনেক মানুষ একসঙ্গে মাঠে থাকলে ঈদের আনন্দও অনেক বেড়ে যাবে। নগরবাসীকে উৎসাহ দিতে ডিএনসিসির পক্ষ থেকে প্যারিস রোড মাঠে কোরবানি দিতে এলে প্রতিটি পশুর জন্য এক হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে। এছাড়াও মাংস পরিবহনের জন্য ৫০টি ভ্যান রাখা হয়েছে।
ঈদের দিন দুপুরে প্যারিস রোড মাঠে পাঁচ শতাধিক পশু কোরবানি কার্যক্রম পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
এ এ/
Discussion about this post