টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপু পাল (১২) জেলার কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে জড়ো হন সনাতন ধর্মালম্বীরা। একপর্যায়ে আনুমানিক সাড়ে ৪টা ৫টার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুটি নৌকা সংঘর্ষ হয়। এতে অপুসহ কয়েকজন আহত হন।
তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post