পাবনার সুজানগরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় বাচ্চু আলমগীর ওরফে ‘আগুন’ বাচ্চু (৩২) নামের যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার লোকমান প্রামাণিকের ছেলে বাচ্চু। তিনি যুবলীগকর্মী বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তার ছোট ভাই রেদোয়ান নয়ন সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১ অক্টোবর রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর তিনদিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: আরটিভি
এস/এইচ
Discussion about this post