প্রথমবারের মতো বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত জুমার খুতবা। শুক্রবার (৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই ঘোষণা দেন।
এদিন মসজিদে হারামে জুমার খুতবা ও নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস।
প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে জুমার খুতবার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্ব মুসলিমের মাঝে আন্তঃসংযোগ স্থাপন ও সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে সেতুবন্ধন তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
লাইভ অনুবাদের ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা নিজ নিজ ভাষায় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা গ্রহণ করতে পারবেন। এটি ধর্মীয় সম্প্রচারে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এম এইচ/
Discussion about this post