জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত কৌশল নির্ধারণ ও একসঙ্গে কাজ করার লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আজ প্রতিনিধিত্ব করবেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, আইএমসিটিসির পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ এবং জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত করণীয় বিষয়ে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আলোচনার লক্ষ্যে শনিবার (৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের রিয়াদে কাউন্সিলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও আইএমসিটিসি’র চেয়ারম্যান প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ এ সভার সভাপতি ছিলেন। সভায় বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
সালমান এফ. রহমান নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ওই সভায় অংশগ্রহণ করার জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন। এ সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ. রহমান আজ ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদের সঙ্গেও বৈঠকে অংশগ্রহণ করবেন।
এফএস/
Discussion about this post