সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, হত্যাচেষ্টায় গুরুতর আহত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে ফেসবুকে এমন দাবি প্রচার করা হয়েছে।
ক্যাপশনে দেয়া ওইসব পোস্টে ড. ইউনূসকে ‘হত্যাচেষ্টার’ কথা জানিয়ে লেখা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা কে হত্যার চেষ্টা, গুরুতর আহত ড. ইউনুস, বিস্তারিত কমেন্ট।’ তবে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই এমন দাবিটি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে তথ্যের সত্যটা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রকৃতপক্ষে ড. ইউনূসকে হত্যাচেষ্টা বা এমন ঘটনায় তিনি গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
বিষয়টি নিয়ে অনুসন্ধানকালে পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে ‘হত্যাচেষ্টার ঘটনায় ড. ইউনূসের আহত হওয়ার’ তথ্য জানিয়ে খবরটির সূত্র হিসেবে কিছু পোস্টে একটি ব্লগপোস্টের লিংক জুড়ে দেয়া হয়েছে। যদিও newsbangla.my.id নামের ব্লগস্পটের ফ্রি ডোমেইনের ওই সাইটটি ভূঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। তবে ওই সাইটে ড. ইউনূসকে ‘হত্যাচেষ্টা ও গুরুতর আহত’ হওয়ার বিষয়ে একটি সংবাদ পাওয়া যায়। কিন্তু ওই সংবাদ কবে প্রকাশ করা হয়েছে সেই তারিখ সেখানে উল্লেখ নেই।
এদিকে সাইটটিতে প্রকাশিত সংবাদটি পর্যালোচনায় দেখা যায়, সেখানে প্রধান উপদেষ্টাকে হত্যাচেষ্টা ও তিনি আহত হওয়ার বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। তবে একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে ব্যবহৃত ছবিটিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা ব্যক্তির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
অন্যদিকে প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিকে হত্যাচেষ্টা করা হলে এবং এমন ঘটনায় তিনি গুরুতর আহত হলে সে বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। যদিও এমন কোনো বিষয়ে দেশের কোনো গণমাধ্যমে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
উল্লেখ্য, বুধবার (৯ এপ্রিল) যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় কথা বলতে দেখা গেছে। সুতরাং, ড. ইউনূসকে হত্যাচেষ্টা করা হয়েছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন ফেসবুকে প্রচারিত এমন দাবিটি মিথ্যা।
এ ইউ/
Discussion about this post