শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার শ্রমিক কান্নায় ভেঙে পড়েন। দালালের হাতে লাখ লাখ টানা তুলে দিয়েও যেতে পারলেন না মালয়েশিয়ায়। এখন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছেন। রিক্রুটিং এজেন্সির কাছে তারা ৬ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত জমা দিয়েছিলেন। সেই এজেন্সিগুলোই এখন লাপাত্তা। মূলত সিন্ডিকেটের কারণে এখন পর্যন্ত ৩০ হাজার বৈধ শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি।
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির তথ্য বলছে, গত ২১ মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫ লাখ ২৩ হাজার ৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। তবে বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়া গেছেন ৪ লাখ ৯১ হাজার ৭৪৫ জন কর্মী। সর্বশেষ শুক্রবার আরও দেড় হাজার কর্মী মালয়েশিয়ায় গেছেন। সব মিলিয়ে ভিসা ও অনুমোদন পাওয়ার পরও ৩০ হাজারের বেশি কর্মী যেতে পারেনি।
অথচ এদের বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট রয়েছে। এসব শ্রমিক কয়েকদিন ধরেই ভিড় জমান বিভিন্ন এজেন্সির সামনে। নানাভাবে চেষ্টা করেও টিকিট পাননি তারা।
অন্যদিকে, নয়াপল্টনে বিভিন্ন এজেন্সির সামনে শত শত লোক রাত থেকে অপেক্ষা করছেন মালয়েশিয়া যাওয়ার টিকিটের জন্য। বিভিন্ন এজেন্সি যাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে অফিস বন্ধ করে বসে আছে। নিরুপায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে হাজার হাজার মানুষ।
এস আর/
Discussion about this post