কুয়েতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েত রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন, ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (তদন্ত বিভাগ)।
স্থানীয় গণমাধ্যম আরব টাইমস সূত্রে জানা যায়, গ্রেপ্তার বাংলাদেশিদের আগে বিভিন্ন অপরাধে কুয়েত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা অবৈধভাবে পুনরায় কুয়েতে প্রবেশ করেন।
এই পাঁচ বাংলাদেশিকে কুয়েতের নির্মাণাধীন এলাকা আল-মুতলা এবং আল-খাইরান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (তদন্ত বিভাগ)। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ এস/
Discussion about this post